ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ জুন : রাজধানীর পল্টন থেকে ১২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টন এলাকার মুক্তাঙ্গন এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলো, কবির আহম্মেদ (৫৫) ও রাশেদুল কবির (২২)।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরা অভিনব পদ্ধতিতে শুকনো মরিচের ভিতরে ইয়াবা ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ঢাকা এবং ঢাকার আশে পাশে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছে বলে জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সূত্র: ডিএমপি নিউজ।