ওয়ার্ল্ড ক্রাইম নিজউ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ জুন : রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনের ছাদ থেকে এক নারীর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল বিকালে উত্তরার সেক্টর-১০, রোড-১২ এর ৮০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ভবনটির কাছে পৌঁছে যায়। কয়েকজন সদস্য ওই ভবনের নিচে অবস্থান নেন। বাকিরা ছাদে উঠে ওই নারীকে উদ্ধার করেন। এ সময় ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিলেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, ওই নারীর স্বামী এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন। দম্পতির সাড়ে ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে অনেক বুঝিয়ে রক্ষা করা হয়েছে।
সৌজন্যে : দৈনিক বাংলাদেশ প্রতিদিন।