হ্যাকের কবলে আইসিটি বিভাগের ওয়েবসাইট

SHARE

ictd-hack1_83778ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ জুন :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে ওয়েবসাইটটিতে (http://www.ictd.gov.bd) ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’

ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে। এই হ্যাকার গ্রুপ আরও দাবি করেছে তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সমাধানের চেষ্টা চলছে। আমাদের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।