ভাড়াটিয়ার ঘর থেকে বাড়িওয়ালার লাশ উদ্ধারের ঘটনায় মামলা

SHARE

boishakhi_1497466812ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,১৬ জুন : সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেচানো অবস্থায় ভাড়াটিয়ার রুম থেকে বাড়ির মালিকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত বাড়ির মালিকের ভাই ইসহাক মাদবর বাদী হয়ে আজ এ মামলাটি দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানায়। মামলায় ভাড়াটিয়া জিসান ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ২-৩ জনকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১৪ জুন বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত ফরহাদ আলীর স্ত্রী জাহানারা বেগম (৭০) এর লাশ উদ্ধার করে পুলিশ।

জাহানারা বেগমের ছেলে সুমন প্রধান জানান, দ্বিতীয় তলায় তার মা ও পরিবারের লোকজন নিয়ে বসবাস করেন। তিন দিন আগে নিচ তলায় জিসান নামের এক ব্যক্তি এক নারীকে নিজ স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নেয়। তখন তাদের কাছে জাতীয় পরিচয় পত্র চাইলে তারা জানান তাদের পরিচয় পত্র নেই। কিন্তু জন্ম নিবন্ধন ফর্ম আছে যা তারা দিতে পারবে। কিন্তু তারা সেটাও এ কয়েকদিনে দেয় নাই। এর মধ্যে সুমন প্রধানের মা জাহানার বেগমকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন খোঁজাখুজির পর বাড়ি ফিরে নিচতলার ভাড়াটিয়ার রুমে তালা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন তিনি। তখন পুলিশ এসে ঘরের দরজার তালা ভেঙে মায়ের লাশ উদ্ধার করে। নিহতের গলায় ওড়না পেচানো ছিল। তাছাড়া শরীরে থাকা স্বর্ণালংকারও লুটে নেওয়া হয়েছে। ’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (সার্বিক) আব্দুস সাত্তার জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সৌজন্যে : বিডি প্রতিদিন/এ মজুমদার