ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,১৬ জুন : চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভারটি যান চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার বাদ জুমা ফ্লাইওভার চলাচলের উন্মুক্ত করে দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ফ্লাইওভারটির মূল কাজ শেষ হয়েছে। ঈদের আগে যানজটে দুর্ভোগ থেকে নগরবাসীদের স্বস্তি দিতে পরীক্ষামূলকভাবে একটি লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
শুরুতেই এর নির্মাণ ব্যয় ৪৬২ কোটি টাকা ধরা হয়েছিল। পরে র্যাম্প ও লুপ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৯৮ কোটি টাকায়। সেই সঙ্গে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ে মেয়াদ।
সৌজন্যে : বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭