ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রুপগঞ্জ প্রতিনিধি,১১ জুন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার দিবাগত রাতে জান্নাতের পাসপোর্টধারী দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং জান্নাত ও আখেরাতের পাসপোর্ট পাওয়া যায়।
র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও অর্থ যোগানদাতা এবং ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমীর ইমরান আহমেদ(৩৭) ও তার সহযোগী মো. শামীম মিয়া (২৯) কে গ্রেপ্তার করে র্যাব ১১ এর একটি দল ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ইমরান র্যাবকে জানায়, ইমরান একটি টেক্সটাইলের মালিক। ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে সে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। সে তার অফিস, ফ্যাক্টরি এবং বাসা এ তিন জায়গাতেই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের বই পুস্তক ও অনেক জিনিসপত্র রাখত। ইরমান জঙ্গিদের আর্থিকভাবে সহযোগিতা করার পাশাপাশি অনেক জঙ্গিদের পাসপোর্ট তৈরি করে দিত। আবদুল হাকিম নামে এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির জামিন করানোর জন্য তার স্ত্রী কে ইমরান দুই লাখ টাকা দিয়েছে।
এছাড়াও, সিলেটের আতিয়া মহলে র্যাবের অভিযানের পূর্বেই সেখানে অবস্থান করা সাজিদ নামের এক জঙ্গি পালিয়ে ছিল। সেখান থেকে পালিয়ে আসার পর সাজিদ ও ইমরান এক সঙ্গে বিভিন্ন ধনের পরিকল্পনা করছিল। সাজিদ জেএমবির একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আছে।
মুফতি মাহমুদ বলেন, জেএমবিরা বর্তমানে দাওয়াতের দিকে বেশী গুরুত্ব দিচ্ছে। এ কারণে তারা কিছুদিন আগে বগুড়ার সোনাতলা নামক স্থানে বৈঠক করেছে। আর সে বৈঠকে দাওয়াতী কার্যক্রমের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর সাজিদ দাওয়াতী সদস্য এবং মূল আমীরের মধ্যস্ততাকারি হিসেবে দায়িত্ব পালন করেছে। আর মূল আমীর সব সময় পর্দার আড়ালেই থেকে কাজ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে সাজিদ আত্মগোপনে রয়েছে