বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার মাওয়ায়

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ জুন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার আইএইচসি ৩০০০ এখন মাওয়ায়। গত ২৭ এপ্রিল জার্মানির মিউনিখে তৈরি এ হ্যামারটি নেদারল্যান্ডে পোর্ট অব রটারড্যাম থেকে রওনা দেয়। গতকাল সোমবার সকালে পদ্মা সেতু প্রকল্প এলাকায় হ্যামারটি এসে পৌঁছায়।

হ্যামারটি সবোর্চ্চ ৩০০০ কিলোজুল শক্তিসম্পন্ন এবং এর ওজন ৩৮০ টন। আগামী সাতদিনের মধ্যে পাইলিং কাজে এটি কাজে লাগানো হবে। যে দুটি হ্যামার এখন ব্যবহৃত হচ্ছে তার শক্তি ২৪০০ এবং ২০০০ কিলোজুল।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৩৯ দিন শেষে সকালে পদ্ম সেতু প্রকল্প এলাকায় হ্যামারটি এসেছে। পদ্মা সেতু প্রকল্পের পাইলিং কাজে যোগ দেবে আগামী এক সপ্তাহের মধ্যে। বর্তমানে মাওয়া প্রান্তে মূল সেতুর ৩, ৪ এবং ৫ নম্বর পিয়ারের কাজ ২৪০০ কিলোজুল হ্যামার দিয়ে চলছে। নতুন হ্যামারটি জাজিরা প্রান্তের ৪১ নম্বর পিয়ারে অবশিষ্ট ২টি পাইল কাজে যোগ দেবে। ৪১ নম্বর পাইলের কাজ শেষে ৩৪, ৩৩, ৩২, ৩১ এভাবে পর্যায়ক্রমে মাওয়ার দিকে এগুতে থাকবে বিশ্বের শক্তিশালী এ হ্যামার।