নীলক্ষেতে কর্মজীবী নারীদের জন্য ১০ তলা হোস্টেল হবে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০২ জুন : ২০১৭-১৮ অর্থবছরে নীলক্ষেতে নতুন ১০ তলা হোস্টেল নির্মাণ করবে সরকার। সেইসাথে কর্মজীবী মহিলাদের বিদ্যমান হোস্টেলসমূহের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

এছাড়া দুইটি বিভাগীয় শহরে নতুন হোস্টেল নির্মাণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, এই হোস্টেল সমূহের মধ্যে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি কোমলমতি শিশুদের জন্য ৬০টি দিবাযত্ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি।

এছাড়া নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং নারী উদ্যোক্তা উন্নয়নে আমাদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক ও অসহায় কিশোর-কিশোরিদের জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সচেতন ও সক্ষম করতে ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলায় ৫ হাজার ২৯২টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে।