ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ মে : রাজধানীর ফকিরাপুলে আল শাহীন নামের এক আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করছে মতিঝিল থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তবে এখন পর্যন্ত লাশটির নাম-পরিচয় পাওয়া যায়নি। হোটেলের ওই কক্ষ থেকে আনুমানিক ১০-১২ দিন বয়সী একটি মেয়ে শিশুকেও জীবিত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন আছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে লাশসহ শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান বলেন, শনিবার রাত ৩টার দিকে শিশুটিকে নিয়ে এক নারী ও এক পুরুষ ফকিরাপুলের আল শাহীন আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের কর্মীরা জানিয়েছেন, শিশুটি তখন কাঁদছিল। বাচ্চা কাঁদছে-এই অজুহাতে নিবন্ধন ছাড়াই তারা একটি কক্ষ ভাড়া নিয়ে ঢুকে পড়েন। গতকাল রাতে ওই নারীর লাশ পাওয়া যায়। পুরুষ লোকটিকে পাওয়া যায়নি।