মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,২৪ এপ্রিল : মার্কিন যুদ্ধজাহাজ যেকোন সময় ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

মার্কিন নৌবহর কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের দিকে পাঠানোর পর এতে জাপানের নৌসেনা যোগ দেয়ার খবর পাওয়া গেছে। এরপরই রোববার এই হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। খবর স্কাই নিউজের
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, অস্ট্রেলিয়ার সেনাদের সাথে একটি ‘স্বল্পমেয়াদী প্রশিক্ষণ’ শেষে কার্ল ভিনসন ‘কয়েকদিনের মধ্যেই’ কোরীয় উপদ্বীপে পৌঁছাবে।
তবে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি এক মুখপত্রে বলেছে ‘আমাদের বিপ্লবী সেনারা প্রস্তুত হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রণতরী এক আঘাতেই ডুবিয়ে দেয়া হবে।’
এতে আরও বলা হয়, আঘাতটি হবে আমাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি উৎকৃষ্ট উদাহরণ।
উত্তর কোরিয়ার শাসকদল ওয়ার্কার্স পার্টির ওই মুখপত্রের প্রথম দুই পাতায় সে দেশের নেতা কিম জং-উনের একটি শুকরখামার প্রদর্শনের বিস্তারিত বিবরণ এবং তৃতীয় পাতায় এই হুশিয়ারি ছাপা হয়েছে।মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সতর্ক করে এও বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোন ধরণের আগ্রাসন তারা প্রতিরোধ করব